Free Delivery on Makeup & Skin care purchases above 1500BDT
Store Locator

Eid Scooty

১। এই ক্যাম্পেইনটি ১লা মার্চ ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে চলবে ৩১ শে মার্চ ২০২৫ পর্যন্ত।

২। এই অফারটি সকল হারল্যান স্টোর থেকে নূন্যতম ১০০০ টাকার কেনাকাটায় একই ইনভয়েসে ন্যূনতম অর্থব্যায় সাপেক্ষে প্রযোজ্য হবে এবং এই অফারের সাথে হারল্যান স্টোরে চলমান অন্য কোনো বিশেষ ছাড় বা অফারগুলি এক্ষেত্রে প্রযোজ্য হবে না।

৩। রিটার্ন এবং ডিসকাউন্ট আইটেম রিটার্ন হারল্যান স্টোরের নিজস্ব নীতিমালা অনুযায়ী চলবে।

৪। ক্যাম্পেইনটি স্টকের প্রাপ্যতার উপর নির্ভরশীল এবং এটি স্টকআউট বা প্রি-অর্ডার আইটেমের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

৫। এই ক্যাম্পেইনে স্কুটি ছাড়াও উপহার হিসেবে রয়েছে গিফট ভাউচার। মাত্র ১,০০০ টাকার ন্যূনতম কেনাকাটায় পাওয়া যাবে রিডিমযোগ্য স্ল্যাবভিত্তিক নিশ্চিত ক্যাশ ভাউচার। এই ভাউচারগুলো ৩রা এপ্রিল ২০২৫ থেকে ৩০শে এপ্রিল ২০২৫ পর্যন্ত রিডিম করা যাবে।

৬। ক্যাম্পেইনের মেগা উপহার স্কুটি গ্রহণ করার ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স) এবং যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই সিমটি গ্রাহকের সাথে থাকতে হবে।

৭। রিমার্ক-হারল্যানের সাথে সংযুক্ত কোন কর্মকর্তা বা ব্যক্তি এই অফারের অন্তর্ভুক্ত হবেন না।

৮। কর্তৃপক্ষ যেকোনো সময় পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই এই অফার পরিবর্তন, পরিবর্ধন, স্থগিত কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

৯। মেগা উপহার স্কুটি বিজয়ীদের স্কুটির পরিবর্তে কোম্পানি থেকে অন্য কোনো প্রকার উপহার বা অর্থ প্রদান করা হবে না।*