আবেদনের জন্য নিম্নোক্ত ফর্ম ফিলাপ করুন:
দেশের আমদানি নির্ভর প্রসাধনী পণ্যের বাজার বদলে দিতে এসেছে হারল্যান নিউইয়র্ক। প্রতিষ্ঠানটি দেশের বাজারে আরো বৃহৎ পরিসরে বাজারজাতকরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পন্য বিক্রয়ের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে। হারল্যান বিশ্বমানের আমেরিকান ব্র্যান্ড এর পণ্য আমদানী ও উৎপাদন করছে। এই লক্ষ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় স্কিন গবেষনা কেন্দ্রসহ একটি পরিপূর্ণ কসমেটিকস তথা প্রসাধনী শিল্পকারখানা গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
হারল্যান নিউ ইয়র্ক, একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর পরিবেশবান্ধব কারখানা। বর্তমানে প্রতিষ্ঠানটি নিওর, ব্লেইজ ও স্কিন, সিওডিল, হারল্যান, লিলি, অরিক্স, সানবিট, টাইলক্স, একনল, ক্যাডোটিন, এলেন ভেনেজিয়া, লিটল ওয়ান ব্র্যান্ডের সব ধরনের পণ্য বিপণনের কার্যক্রম শুরু করেছে। কারখানার সক্ষমতার পুরোটা ব্যবহার করতে ২০২৫ সাল নির্ধারণ করা হয়েছে। এ কারখানায় বাংলাদেশের আবহাওয়ায় মানুষের ত্বকের ধরন ও চাহিদা অনুযায়ী পণ্য তৈরীর পাশাপাশি ইউরোপ আমেরিকায় পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিয়ে আসবে হারল্যান নিউইয়র্ক।
নতুন এ কারখানায় ৮ থেকে ১০ হাজার লোকের সরাসরি কর্মসংস্থান হবে। দেশব্যাপী একটি শক্তিশালী সরবরাহ ও বিপণন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এজন্য সারা দেশে ফ্রাঞ্চাইজির ভিত্তিতে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কাজ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর ফলে আরও প্রায় লক্ষাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কসমেটিকসের বর্তমান বাজারে মানসম্মত ও নির্ভেজাল পণ্য খুবই জরুরী। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটেছে ফলে সময়ের তাগিদেই মানুষ এখন মানসম্মত পণ্যের দিকে ঝুঁকছে। সেই তাগিদ থেকেই বাংলাদেশে হারল্যান নিউইয়র্ক ব্যাপক পরিসরে ধাপে ধাপে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে। প্রতিষ্ঠানটি জনগণের দোরগোড়ায় মানসম্মত কসমেটিকস হোমকেয়ার, পারসোনাল কেয়ার পণ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
ইউরোপ আমেরিকার স্থাপিত ল্যাবরেটরিতে এই পণ্যের গুগত মান উন্নয়নের জন্য গবেষণা করে বাংলাদেশের স্থাপিত কারখানায় পণ্যের গুণগত মান ঠিক রেখে পণ্য উৎপাদিত হচ্ছে।
বাংলাদেশে কসমেটিকস এর বাজারের আকার এখন ১০ থেকে ১২ হাজার কোটি টাকা, যার পুরোটাই বলতে গেলে আমদানি নির্ভরশীল। দেশে ভেজাল ও নকল কসমেটিকস এর ছড়াছড়ি তো আছেই। এর আগে কসমেটিক শিল্পে এতবড় বিনিয়োগ আসেনি।
দেশব্যাপী পণ্য বিপণনের জন্য “হারল্যান নিউইয়র্ক” ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগের আমন্ত্রন জানাচ্ছে।